"রূরাল মেডিকেল প্রাকটিশনার্স এ্যাসোসিয়েশন"(R.M.P.A.) এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ৬ষ্ঠ সম্মেলন পরবর্তীতে ১ম সম্পাদকমণ্ডলীর সভা আজকে অনুষ্ঠিত হচ্ছে। স্থান উত্তরবঙ্গের ফালাকাটা'য়।
উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি শ্রী আনন্দ মণ্ডল। সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ শাসমল, সহঃ সাধারণ সম্পাদক শ্রী বিপ্লব মল্লিক, 'ডাঃ নর্মান বেথুন চলমান মেডিকেল স্কুল' সম্পদক শ্রী কিংশুক মাজি, মুখপত্র 'গ্রামীণ স্বাস্থ্য সমাচার' এর সম্পাদক শ্রী বৈদ্যনাথ কোটাল, কোষাধ্যক্ষ জুলফিকার আলি, ঝাড়খণ্ড রাজ্যের প্রতিনিধি জিয়াউদ্দিন।
এছাড়াও এই কমিটির সদস্য হিসাবে উপস্থিত আছেন হাওড়া থেকে কবিরুল ইসলাম মোল্লা, দক্ষিণ ২৪ পরগণা জেলার শ্রী জয়ন্ত নষ্কর, আলিপুরদুয়ার জেলার শ্রী প্রণব ভৌমিক, পশ্চিম বর্দ্ধমান জেলার শ্রী শম্ভু যাদব।
ছবি পাঠাচ্ছি।