সুজিত নস্কর_
হাওড়া জেলা স্পোটস্ এ্যাসোসিয়েশন আয়োজিত ব্যাডমিন্টন প্রতিযোগিতার শিশু বিভাগে(অনুর্দ্ধ ১১) চ্যাম্পিয়ন হলো অনীক নস্কর। হাওড়া জেলার ডোমজুড় ব্লকের প্রত্যন্ত গ্রাম জোতগিরি থেকে উঠে আসা এই প্রতিভাবান খেলোয়াড় টি সকলের দৃষ্টি আকর্ষণ করে তার সুন্দর নিপুন ক্রীড়া শৈলী দেখিয়ে। প্রতিযোগিতা র ফাইনাল খেলায় মুখোমুখি হয়েছিল সপ্তক মাইতি ও অনীক নস্কর। ফাইনালে প্রতিদ্বন্দ্বী সপ্তক দাঁড়াতেই পারেনি অনীকের কাছে। তিন সেটের খেলায় পরপর দুই সেট জিতে অনীক চ্যাম্পিয়ন হয়। খেলার ফলাফল অনীকের পক্ষে ১৫-৬,১৫-৮।
দীর্ঘ চার বছর যাবত বেতড় ব্যায়াম সমিতির ব্যাডমিন্টন বিভাগের প্রশিক্ষক দীপক নন্দীর কাছে অনুশীলন করছে এই ছোট্ট অনীক। তাঁর এই সাফল্যে পরিবারের সকলেই খুব খুশি।