উলুবেড়িয়ার সিজবেড়িয়া সোস্যাল ওয়েলফেয়ার ত্র্যাসোসিয়েশন আয়োজিত, উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের ,উলুবেড়িয়া পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের বেলেসিজবেড়িয়াতে পাওয়ার বল প্রতিযোগিতা অনুষ্টিত হয়, আজ 3রা জানুয়ারী রবিবার।প্রধান অতিথি ছিলেন উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইদ্রিশ আলি।
তিনি খেলোয়াড়দের সঙ্গে পরিচিতি করেন ।তিনি বল মেরে একটি গোলও করেন ।বিধায়ক ইদ্রিশ আলি তাঁর ভাষণে বলেন,সিজবেড়িয়া সোস্যাল ওয়েলফেয়ার ত্র্যাসোসিয়েশন খুব ভাল কাজ করে এবং সমাজকল্যাণ মুলক অনুষ্টান করে ।তারা আগামী 26শে জানুয়ারী ছাত্র ছাত্রীদের বই বিতরন করবে ।
গরীব মানুষদের মধ্যে কম্বলও বিতরন করবে ।অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, 22 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি নাসিম আহমেদ,উপ প্রধান জুবের আলম, ফিরোজ মিদ্দে ,সেখ বাবুলাল,সেখ রিঙ্কু প্রমুখেরা ।