নিজস্ব প্রতিবেদক,বাগনান
সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন টি পালন করলো হাওড়ার বাগনান এক ব্লকের বাগনান গ্রাম পঞ্চায়েতের এস এইচ জি গ্রুপের মহিলারা। এদিন ছবিতে মুখ্যমন্ত্রীকে প্রতিকী কেক খাইয়ে তাঁর দীর্ঘায়ু কামনা করেন মহিলারা। উপস্থিত ছিলেন বাইনান গ্রাম পঞ্চায়েতের প্রধান তাপস হাজরা, সমাজসেবী দেবাশীষ রানা, কুতুবউদ্দিন মল্লিক প্রমুখ.