এদিন সকাল থেকেই মন্দিরের বাইরে ছিল লম্বা লাইন। সকাল ছটা থেকেই শুরু হয়ে যায় পুজো। দিনভর পুজো চলে। বেলা যত গড়ায় মানুষের ভিড় ততই বাড়ে।
এদিন পুজো দিতে এসেছিলেন মালদার বিএস রোডের বাসিন্দা রুবি দাস। তিনি বলেন, "নতুন বছর সকলের ভালো কাটুক। ২০২০ সাল খুব কষ্টের গিয়েছে। করোনা মানুষের জীবন বিপন্ন করেছে। ২০২১ সাল যেন মানুষকে রোগমুক্ত রাখে এই আর্জি জানাতেই মায়ের কাছে পুজো দিতে এসেছি।"