নিজস্ব সংবাদদাতা হাওড়াঃ
"আহিরী" সংগীত ও বাদ্যযন্ত্র প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন হল আমতা উদং-এ। উদ্বোধন করেন জাতীয় পুরস্কার প্রাপ্ত শিক্ষক মাননীয় শ্রী সুচন্দন পোড়েল মহদয়। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক বিশিষ্ট সাহিত্যিক ও কবি শ্রী গোপাল চন্দ্ৰ পারল।সাহিত্যিক ছড়াকার ও পরিবেশবিদ এবং শিক্ষক প্রদীপ রঞ্জন রীত।বিশিষ্ট সংগীত সাধক ও শিক্ষক বিমলেন্দু রায় প্রমূখ।সুরমঞ্জরীর কর্ণধর চিন্ময়ী সেনশর্মা ও সুমিত সেনশর্মা মহাশয়ের বাসতবাটি "সন্ধ্যা সংগীত ভবন" এ তাঁর স্বর্গীয় পিতা ত্রিপুরারী সেনশর্মার স্মৃতি র উদ্দেশ্য তাঁর কক্ষেই প্রতিষ্ঠা করা হয়েছে "আহিরী " প্রশিক্ষণ কেন্দ্র।এই "আহিরী" র ভিত্তি ভূমি বিশেষ চাহিদা সম্পন্ন সংগীত শিল্পী চায়না দত্তের পাশে দাঁড়ানো এবং পিছিয়ে পড়া বাচ্চা দের প্রতিভা কে বিকশিত করার জন্য।বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।