বাম ও কংগ্রেসের উদ্যোগে জ্যাঠা সংগঠন,বেশ কিছুদিন আগে কেন্দ্র সরকার কৃষি বিল পাস করে সেই বিল এর প্রতিবাদে দিল্লির রাজপথে দেখা যায় নেয়া কৃষক দলের বিরুদ্ধে শামিল হয়ে বেশকিছু কৃষক মৃত্যুবরণ করেছে , এর পরিপেক্ষিতে
নয়া কৃষি আইন বাতিল করো*
জিনিস পত্রের দাম কমাও*
রেগায় ২০০ দিনের কাজ চাই*
দৈনিক ৬০০ টাকা মজুরি চাই*
সব কৃষকের ধান সহায়ক মুল্যে কিনতে হবে।
এই দাবিতে গ্রামে গ্রামে
বাম-কংগ্ৰেসের যৌথ উদ্যোগে ইলামবাজার ব্লক এলাকার ব্রাহ্মণডিহি, ধানসা, খুষ্টিগিরি, বাতিকার,কুড়মিঠা, কানপুর, মদনডাঙ্গা, হাঁসড়া, গোরাপাড়া, খিরাই, ছাতারবান্দী বুথে কৃষক বিরোধী কৃষি আইন বাতিল করার দাবিতে জ্যাঠা সংগঠিত হয়।
জ্যাঠা কে ঘিরে এলাকার মানুষের মধ্যে উদ্দীপনা ও উৎসাহ ছিল নজরকাড়া।
জ্যাঠা যত এগিয়েছে মানুষের ভিড় ততই বেরেছে বলে জানান গণআন্দোলনের নেতা কমঃ সেখ হাসিবুর রহমান।সেখ সামসুল, ইলামবাজার, বীরভূম