নিজস্ব প্রতিবেদক,শ্যামপুর,হাওড়া
হাওড়া ডিস্ট্রিক্ট ল্যন্ড সার্ভেয়ার ইউনিয়নের ৪র্থ হাওড়া জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো,শ্যামপুরের বনমালী নগরের একটি অনুষ্ঠান হলে।
জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মধ্যে দিয়ে সম্মেলন শুরু হয়।
এই সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির নেতা প্রশান্ত কুমার সরকার,শৈলেন হালদার।
হাওড়া জেলা সম্পাদক বিকাশ চন্দ্র পাড়ুই।
সেখ কামালউদ্দিন,গোরাচাঁদ দাস,স্বপন হাইত,মুন্সী রফিজুদ্দিন,হীরালাল আদক,
এই সম্মেলনে হাওড়া জেলার বিভিন্ন ব্লক থেকে আগত সার্ভেয়ার বা আমিন গন তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
এই সম্মেলন থেকে রাজ্য সরকারের কাছে রাজ্যের ভূমি দপ্তরকে আরো আধুনিক করা,ব্লক মহকুমা ও জেলা অফিস গুলোকে আধুনিকীকরণ করা ও দূর্নীতি বন্ধ করার,এবং জায়গার ম্যাপ আধুনিক পদ্ধতিতে তৈরি করা সহ একাধিক বিভিন্ন দাবী রাখা হয় এই জেলার সম্মেলনে।