..
শ্যামপুরের আমড়দহ অঞ্চলের সীতাপুর গ্রামে উদ্ধার হলো লুপ্ত প্রায় প্রাণী বনবিড়াল.....এই দিন গ্রামের কিছু যুবক দেখে খালের মধ্যে মাছ ধরা জালে আটকে পরে বনবিড়ালটি......দীর্ঘক্ষণ আটকে থাকায় ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছিলো.......এই অবস্থায় ঐ গ্রামের যুবক কিংশুক, কৃশানু জানা বনবিড়ালটিকে উদ্ধার করার জন্য বনদপ্তরে খবর পাঠায়......বনদপ্তরের কর্মীরা কিছুক্ষণের মধ্যে এসে প্রাণীটিকে উদ্ধার করে...... এলাকার শিক্ষক আশীষ মন্ডল বলেন খালের মধ্যে জালে বিড়ালটি আটকে পরে......
এলাকার মধ্যে বন্যপ্রাণী সংরক্ষণ এর বোধ মানুষের মধ্যে জাগ্রত হয়েছে, তাই প্রাণী টি কে বাঁচানোর জন্য অতিসত্তর বনদপ্তরে খবর পাঠায় এলাকার মানুষ.....আমরা ""ওয়াইল্ড লাইফ অফ শ্যামপুর "" গ্ৰুপ তৈরি করে এলাকায় বন্য প্রাণী উদ্ধার করে পুনরায় পরিবেশ এ ফিরিয়ে দেয়ার কাজ করছি, মানুষ সচেতন হচ্ছে"""