কালা নয়া কৃষি আইন ২০২০ এবং সর্বনাশা জাতীয় শিক্ষা নীতি ২০২০ বাতিলের দাবীতে সিউড়ী তে এ দিন ডিএসও'র পক্ষ থেকে সাইকেল র্যালির আয়োজন করা হয়।
বোলপুর ও লোহাপুর সংলগ্ন গ্রাম গোকুলপুরে আলোচনা সভার আয়োজন করা হয়। মুরারই ও রামপুরহাটেও প্রতিষ্ঠা দিবসে উপলক্ষে ছাত্র-ছাত্রীরা একত্রিত হয়।