শৈলী -শপথ ' পত্রিকার প্রকাশ উপলক্ষ্যে আজ কলকাতার শিয়ালদহে কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে অনুষ্ঠিত এক সাহিত্য সভায় সংবর্ধিত হলেন শ্যামপুরের তরুণ কবি সুকমল সাউ। শৈলী-শপথ পত্রিকার সম্পাদক মুকুল চক্রবর্তীর হাতে সুকমল তুলে দেন, শ্যামপুরের আর এক কবি প্রভাত মণ্ডলের সদ্য প্রকাশিত কাব্যগ্রন্থ 'মনে পড়ে'।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রখ্যাত কবি ও নাট্যকার আরণ্যক বসু, .. লাল পাহাড়ের দেশে যা ..খ্যাত গীতিকার ও কবি অরুণ চক্রবর্তী সহ বিশিষ্ট কবি ও সাহিত্যিক গণ। কবি সুকমল অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করে শোনান ।