সম্প্রতি 'স্কীম ওয়ার্কারদের' মধ্যে আশা ও আইসিডিএস কর্মীরা লাগাতার আন্দোলন সংগঠিত করে- বেতন বৃদ্ধি, অবসরকালীন ভাতা ছাড়াও কিছু দাবি আদায় করেছে। অথচ মিড-ডে মিল কর্মীদের জন্য বিশেষ কোন বার্তা নেই। এমতাবস্থায় 'সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের' শ্যামপুর২ ব্লকের মিড-ডে-মিল কর্মীদের উদ্যোগে ডি মণ্ডল ঘাট অঞ্চলে ২৬শে ডিসেম্বর একটি সভা হয়।
সভায় বক্তব্য রাখে মিড ডে মিল কর্মী ইউনিয়নের হাওড়া জেলা সংগঠক সাগরিকা বর্মন কর্মীদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরেন। আগামী ৬ই জানুয়ারি' ২০২১ হাওড়া ডিএম অফিস এবং ২৮শে জানুয়ারি, কলকাতায় রাজভবন অভিযানের আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন শ্রমিক সংগঠন এ আই টি ইউ সির সংগঠক নিখিল বেরা।
আন্দোলনে উদ্বুদ্ধ হয়ে মিড-ডে-মিল কর্মীরা আগামী দিনে আরও বৃহত্তর সংগঠন গড়ে তোলার শপথ নেয়।