এই দুয়ারে সরকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগনানের বিধায়ক অরুণাভ সেন , বাগনান এক নম্বর বিডিও সাহেব অভিশেক দাস,বাগনান 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন দাস, পূর্তের কর্মদক্ষ শহিদুল মির, আমতা কেন্দ্রের সভাপতি সেলিমুল আলম , সাবসিট গ্রাম পঞ্চায়েতের প্রধান সেখ সাদ্দাম, ও উপপ্রধান শশাঙ্ক শেখর মাইতি এবং তৃণমূলের বিভিন্ন ব্যক্তিবর্গ।
এই দুয়ারে সরকার অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জলন ঘটিয়ে শুভ উদ্বোধন করেন বাগনান কেন্দ্রের বিধায়ক অরুণাভ সেন ।তিনি সরকারি প্রকল্পগুলি সুফল পৌঁছে দিয়েছেন, ও আরো বলেন বাংলার এই সরকার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা প্রকল্প মানুষের দুয়ারে পৌঁছে দিয়েছেন ।