রাজনৈতিক গন্ডগোল আমতার ভাটোরায়,
আমতা বিধানসভার উত্তর ভাটোরায় বিজেপি নেতা ও কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।
এই হামলার ঘটনায় ৬ জন বিজেপি নেতাকর্মী আহত হন এবং জখম অবস্থায় জয়পুর গ্রামীণ হাসপাতালে ভর্তি।
জখম ব্যক্তিদের মধ্যে একজন বিজেপি নেতার চোখ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ হতে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।
জানা গিয়েছে শুক্রবার সন্ধ্যায় উত্তর ভাটোরা গাঁয়েন পাড়ার কালীতলায় মেয়েকে টিউশনি থেকে আনতে যান বিজেপির স্থানীয় নেতা বাবলু কাজী ।মেয়েকে নিয়ে ফেরার সময়ে সেখানে থাকা কয়েকজন তৃণমূল কর্মীরা তার ওপর হামলা চালায় বলে এমনটাই অভিযোগ।
হামলার সময়ে বাবলুর মেয়ে ছুটে পালিয়ে গিয়ে আশপাশের বি জে পি কর্মীদের খবর দেয় ।
খবর পেয়ে কয়েকজন বি জে পি কর্মী ছুটে এলে তাদের বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে বিজেপির পক্ষ হতে অভিযোগ করা হয়।এই খবর পেয়ে অন্যান্য বি জে পি কর্মীরা ছুটে এসে প্রতিরোধ গড়ে তুললে হামলাকারীরা পালিয়ে যায়।এই ঘটনায় ওই এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে ।ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয় ।আহতদের দেখতে শনিবার হাসপাতালে যান বিজেপির হাওড়া গ্রামীনের সহ-সভাপতি রমেশ সাধু খাঁ।ইতিমধ্যে বিজেপির পক্ষ থেকে জয়পুর থানা ৮ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
তবে এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে তৃণমূল কর্মীরা।