শ্যামপুর থানার উদ্যোগে ব্যাপক প্রচার থাকা সত্বেও, পিকনিক করতে আসা মানুষ জন ডি জে বাজিয়ে শব্দ দূষণ করতেই ব্যাস্ত । অনুরোধ সত্বেও কাজ না হওয়ায় বাধ্য হয়ে, গাদিয়াড়া গামী পিকনিকের গাড়ি আটকে ডি জে বক্স নামিয়ে নেয় শ্যামপুর থানার পুলিশ । পিকনিক স্পট থেকেও আটক করা হয়েছে কয়েকটি বক্স।