দুইল্যা, আন্দুলে পথের দাবী ট্রাস্টের ফ্রি বিদ্যাসাগর কোচিং সেন্টারে পর্যবেক্ষণ শিবিরটি চলে বিকাল সাড়ে চারটে থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত। শিবিরটি পরিচালনা করেন সংগঠনের রাজ্য কমিটির সহ সভাপতি মণ্ডলীর সদস্য ও বিশিষ্ট বিজ্ঞানী ড. সফিক উল আলম এবং রাজ্য কমিটির কার্যনির্বাহী সদস্য ও জেলার ইনচার্জ শিক্ষক অভিজিৎ মণ্ডল।
উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় কমিটির সহ সভাপতি মণ্ডলীর সদস্য শ্রী দেবাশিস রায়।
সূর্যাস্তের ঠিক পরেই দক্ষিণ-পশ্চিম দিগন্তরেখার কাছে এই বিরল মহাজাগতিক দৃশ্য উৎসাহের সঙ্গে প্রত্যক্ষ করতে উপস্থিত ছিলেন ছাত্র-ছাত্রী ও অভিভাবক সহ অনেকেই। দূরবীন এবং বাইনোকুলার সহযোগে পর্যবেক্ষণ শিবিরটি পরিচালিত হয়। পর্যবেক্ষণ চলাকালীন জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত নানা প্রশ্নের বিজ্ঞানভিত্তিক উত্তর ও ব্যাখ্যা দেওয়া হয়। স্বাস্থ্যবিধি মেনে শিবিরটি পরিচালিত হয়।