এত পরিশ্রম করে মিড-ডে-মিল কর্মীরা মাসে মাত্র ১৫০০টাকা পায়। এই টাকা পায় বছরে ১২ মাস নয় মাত্র ১০ মাসের । মিড ডে মিল কর্মীদের কোন প্রকার সামাজিক সুরক্ষা, পিএফ, পেনশন বা অবসরকালীন ভাতা দেওয়া হয় না। 'সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়ন' এর পক্ষ থেকে বহুবার কেন্দ্র ও রাজ্য সরকারকে মিড ডে মিল কর্মীদের দূরাবস্থার কথা জানানো হয়েছে। কোন ফল হয়নি। এই কর্মীরা সামাজিক ও অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে থাকা পরিবার থেকে আসা মহিলা। বেশিরভাগ পরিবারের পুরুষ সদস্যরা পরিযায়ী শ্রমিক। করোনা পরিস্থিতিতে আজ তারাও কর্মহীন।
আজ মিড ডে মিল কর্মীদের বহু পরিবার অর্ধাহারে দিন কাটাতে বাধ্য হচ্ছে । এই বঞ্চনার বিরুদ্ধে মিড-ডে-মিল কর্মীদের ৬ই ডিসেম্বর উলুবেড়িয়া ভক্তার মোড়ে একটি সভা অনুষ্ঠিত হয়। এই সভায় বক্তব্য রাখেন মিড ডে মিল কর্মী ইউনিয়নের রাজ্য সংগঠক শ্যামল রাম, জেলা সংগঠক মমতা মণ্ডল মীরা দাস। এছাড়াও বক্তব্য রাখেন শ্রমিক সংগঠন এ আই ইউ টি ইউ সি'র সংগঠক নিখিল বেরা।
এই সভা থেকে শ্যামলী মোশেল কে সভানেত্রী, উৎপলা মন্ডলকে সম্পাদিকা ও মিনতি সিং কে কোষাধ্যক্ষ করে উলুবেড়িয়া পৌরসভা কেন্দ্রিক একটি শক্তিশালী মিড ডে মিল কর্মী সংগঠন গড়ে তোলা হয়। আগামী ২৩শে ডিসেম্বর উলুবেড়িয়া এস ডি ও অফিস অভিযানের কর্মসূচি নেওয়া হয় ।মিড ডে মিল কর্মীদের সরকারের বঞ্চনার বিরুদ্ধে তীব্র ক্ষোভ লক্ষ্য করা যায় এবং আগামী দিনে আরোও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার শপথ নেয়।