রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন শ্যামপুরের বিধায়ক কালীপদ মন্ডল,ডিঙ্গাখোলা গ্রাম পঞ্চায়েতের প্রধান নিতান্তই সিং,এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ অমিয় দাস,শিক্ষক রনজিৎ বেরা,শ্যামপুর 1নং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কৃষ্ণেন্দু পুরকাইত,প্রনব বেরা,প্রগতি সেল্ফ হেল্প গ্রুপের চেয়ারম্যান গৌতম পুরকাইত,প্রাক্তন চেয়ারম্যান শৈলেন্দ্রনাথ সামন্ত,কোষাধ্যক্ষ গোপাল চন্দ্র পুরকাইত,সহ প্রগতি সেল্ফ হেল্প গ্রুপের সকল সদস্যগন,
প্রায় 2000 দুষ্থ ব্যক্তিকে শীতবস্ত্র বিতরন 150 জন প্রতি বন্ধী ব্যক্তিকে কম্বোডিয়া বিতরন করা হয়।