কৃষক বিরোধী কেন্দ্রীয় কৃষি আইন বাতিলের দাবিতে, অবস্থান বিক্ষোভ দেখালো শ্যামপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেস । শ্যামপুর এক ব্লক অফিসের সামনে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেস কর্মীরা । অবস্থান বিক্ষোভে মঞ্চে সামিল হন,শ্যামপুরের বিধায়ক কালীপদ মণ্ডল, শ্যামপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি নদেবাসী জানা, শ্যামপুর এক পঞ্চায়েত সমিতির সভাপতি নাসরিন সেখ, কর্মাধ্যক্ষ কৃষ্ণেন্দু পুরকাইত, মন্দীরা মণ্ডল, জেলা পরিষদ সদস্য শ্রীধর মণ্ডল, অম্লান থান্দার, বিশিষ্ট নেতা জগদীশ সামন্ত প্রমুখ নেতৃবৃন্দ ।