কর্পোরেট স্বার্থবাহী নয়া কেন্দ্রীয় কৃষি আইন বাতিল, এম জী এন আর ই জি এ স্কিমে দু'শ দিনের কাজ, দৈনিক ছ'শ টাকা মজুরী, সরকারকে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কিনতে হবে, ধানের ওজনে কোন বলন নেওয়া চলবে না,ধান কেনার সঙ্গে সঙ্গে চেক অথবা নগদ অর্থ প্রদান করতে হবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর দাবি নিয়ে, হাওড়া জেলা কৃষক সভার কর্মীরা শ্যামপুরের মোল্লাহাট থেকে শুরু করে শিবগঞ্জ, কামদেবপুর ,কাঁঠানলী, কুড়চিবেড়িয়া সহ বেশ কয়েকটি গ্রামে মাইক প্রচার ও মিছিল করে।