শ্যামপুর এক নম্বর ব্লকের উত্তর ভবানীপুর গ্রামে গতকাল রাতে একটি দোকানের তালা ভেঙে চুরি হয়। স্থানীয় বাসিন্দা অনিমা রায় সকালে লক্ষ্য করেন দোকানের তালা ভাঙা, বাইরেটাও কেমন অগোছালো ভাব। দেরী না করে দোকানের মালিক শঙ্কর কুমার দাসকে ফোনে খবর দেন অনিমা দেবী। দোকানে পৌঁছে শঙ্কর বাবু হতাশায় ভেঙে পড়েন ।
গ্রামীণ দোকান । মুদি বাজার, স্টেশনরী দ্রব্য , পরিধেয় বস্ত্র সবই পাওয়া যায় একই দোকানে।দোকানের নাম- লক্ষী নারায়ণ খাদ্য ভাণ্ডার এণ্ড বস্ত্রালয় । আলুর বস্তার আলু ঢেলে ফেলে সেই বস্তায় ভরে স্টেশনরী দ্রব্য , বেশ কিছু জামাকাপড়, গামছা, লুঙ্গি, টাকা- কড়ি,ল্যাপটপ নিয়ে যায় চোর। শঙ্কর বাবু বলেন, এই চুরির কিনারা হওয়া জরুরী । স্থানীয় শ্যামপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।