দক্ষিন ২৪ পরগনার সাগর ব্লকে মিড-ডে মিল কর্মীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২৮শে জানুয়ারী কলকাতায় বিক্ষোভ ডেপুটেশনে যোগদানের জন্য আহ্বান জানানো হয় কর্মীদের। এছাড়াও কর্মীদের বিভিন্ন প্রশ্নের উপরে আলোচনা হয়। প্রধান আলোচক ছিলেন AIUTUC 'র রাজ্য সম্পাদক কমরেড অশোক দাস। সভায় উপস্থিত ছিলেন AIUTUC দক্ষিন ২৪ পরগনার জেলা সম্পাদক মণ্ডলির সদস্য প্রজাপতি খালুয়া, সারা বাংলা মিড-ডে মিল কর্মী ইউনিয়নে রাজ্য সম্পাদিকা সুনন্দা পন্ডা ও শ্যামল রাম।