দুয়ারে সরকার 'প্রকল্প আজ শুরু হয়েছে খাড়ুবেড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার জয়নগর নস্করপুর ফকিরচাঁদ হাই স্কুলে। প্রস্তাবিত দশটি প্রকল্পের কাজ সরাসরি জনগণের দুয়ারে পৌঁছে দেওয়ার জন্যই এই কর্মসূচি ।
প্রতিটি প্রকল্পের দায়িত্ব প্রাপ্ত আধিকারিকগণ আলাদা আলাদা ক্যাম্প করে মানুষ জনকে পরিষেবা দিচ্ছেন।
স্বাস্থ্য সাথী প্রকল্পের ক্যাম্পে ভিড় ছিল নজর কাড়া ।