আগামী ২৩শে ডিসেম্বর উলুবেড়িয়া এসডি অফিসে ডেপুটেশন কর্মসূচি সফল করতে উলুবেড়িয়া১ ব্লকের কাজিরচড়াতে মিড ডে মিল কর্মীদের একটি সভা হয়।
সভায় উপস্থিত ছিলেন মিড ডে মিল কর্মী ইউনিয়নের সংগঠক লক্ষণ বারিক, বাসুদেব সামন্ত। মিড ডে মিল কর্মীদের পক্ষে বক্তব্য রাখেন কমিটির সম্পাদিকা মীরা দাস, সহ-সভানেত্রী রুমা বকশি, সালেমা বেগম সহ অন্যান্যরা।
এছাড়াও বক্তব্য রাখেন শ্রমিক সংগঠন এ আই ইউ টি ইউ সি হাওড়া জেলার সংগঠক নিখিল বেরা।