আগামী আট তারিখ কংগ্রেস সাংসদ তথা জেলা কংগ্রেস সভাপতি আবু হাসেম খান চৌধুরীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের একাধিক জনবিরোধী নীতির প্রতিবাদে শহরজুড়ে মহামিছিলের আয়োজন করা হয়েছে। তার পাশাপাশি মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে এই মিছিল শেষে এক পথসভা অনুষ্ঠিত হবে। এই মহা মিছিল এবং পথ সভায় যোগ দিতে মালদায় আসছেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। এদিন সেই প্রস্তুতিসভা খতিয়ে দেখতে মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে এলেন কংগ্রেসের বিধায়ক গণ। উপস্থিত ছিলেন সুজাপুর এর বিধায়ক ইশা খান চৌধুরী মালদা বিধানসভা কেন্দ্রের বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার মানিকচক এর বিধায়ক মোস্তাকিন আলম জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক কালী সাধন দাস সহ অন্যান্যরা।