উলুবেড়িয়া,
উলুবেড়িয়া উপ সংশোধনাগারের সামনে অধ্যাপক অরুণ দাশগুপ্তের মর্মর মূর্তির পাদদেশে।
শিক্ষাব্রতী মহঃ আব্দুল্লা, শ্যামল কান্তি দত্ত, আজিজুর রহমান, অশোক বরণ চক্রবর্তী. অজয় দাস, সইদুর রহমান, ব্রজ গোপাল দাস, তপন কুমার হালদার,গৌতম দাস স। বাশিষ্ট গুণীজন উপস্থিত ছিলেন। তাঁর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও সংগীতে তাপস রানা দীপ্তেন্দু বিকাশ মান্না. সৌরেন্দু দেশমুখ ও পার্বতী চক্রবর্তী সংগীত পরিবেশন করেন। সভাপতি আজিজুর রহমান সবাইকে ধন্যবাদ জানিয়ে সভা শেষ করেন।