কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশন সমূহের ডাকে আগামী ২৬ শে নভেম্বর সারা ভারত সাধারণ ধর্মঘটের সমর্থনে আজ কোলকাতায় ওয়েলফেয়ার পার্টি,বাম-কংগ্রেস সহ ট্রেড ইউনিয়নের যৌথ মহা মিছিল।
উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার পার্টির শ্রমিক সংগঠন FITU-র রাজ্য সভাপতি সেখ মোজাফফর,ওয়েলফেয়ার পার্টির রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্যদ্বয় শাহাজাদী পারভিন,মামুন আকতার হোসেন,আবু তাহের আনসারী,রাজ্য মহিলা সভানেত্রী রোহিনা খাতুন সহ বাম-কংগ্রেস নেতৃত্ব।