আমি মমতা ব্যানার্জির অনুগত সৈনিক:ইদ্রিস আলী
তৃনমূল কংগ্রেসে বহিরাগত বলে কোনো বিষয় নয়,বলে দাবি করলেন উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ইদ্রিস আলী, দলের সুপ্রীম মমতা বন্দ্যোপাধ্যায় যাকে টিকিট দেবেন দলের সৈনিক হিসেবে আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে সেই প্রার্থীকে জেতার, উলুবেড়িয়ায় এক প্রেস দ্য মিটার অনুষ্ঠানে "দুয়ারে দুয়ারে বাংলার সরকার" আগামী 1লা ডিসেম্বর হতে চালু হতে চলেছে সে বিষয়ে তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমরা সর্বত্রই রাজ্য সরকারের জনমুখী প্রকল্পের কথা প্রতিটি দুয়ারে পৌঁছে দেওয়া র কর্মসূচি শুরু হবে। সাম্প্রতিক উলুবেড়িয়ায় আগামী বিধানসভা নির্বাচনে ভূমিপুত্র বলে যে কথা প্রচার করা হচ্ছে সেটা সম্পূর্ণ ভুয়ো , তিনি বলেন উলুবেড়িয়া বাসী অনেক সচেতন কারন উলুবেড়িয়া থেকে লোকসভায় প্রতিনিধিত্ব করেছেন সুলতান আহমেদ,সাজদা আহমেদ,বিধায়ক নির্বাচিত হয়েছিলেন হায়দার আজীজ সফি, সুতরাং কে ভূমিপুত্র নয়,আর কে ভূমিপুত্র সেটা কোনো ব্যপার নয়,রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরা অনুগত সৈনিক,তিনি যেটা করবেন আমার সকলেই সেটা মেনে চলবো,