মালদাঃ-
মালদহের কালিয়াচক থানার গোলাপগঞ্জ ফাঁড়ির গোলক মোড়ে এক অজ্ঞাত পরিচয়ের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায়। গোলাপগঞ্জ ফাঁড়ির অন্তর্গত গোলক মোড়ে কাছে বাইক ও গাড়ি পরিস্কার কারা গ্যারেজের ড্রেনের মধ্যে।স্থানীয়রা ওই গ্যারেজের মালিক জানান বৃহস্পতিবার ভোরবেলা উঠে দেখে একটি বাইক; গাড়ি ধোয়ার ড্রেনের মধ্যে পড়ে আছে। সেখানে গিয়ে দেখে ড্রেনের জল এর মধ্যে এক মৃত ব্যাক্তিও পড়ে আছে। তারপরে শোরগোল পড়ে যায় গ্রামবাসীদের মধ্যে। সঙ্গে সঙ্গে গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ ছুটে আসেন এবং বাইক ওমৃতদেহটি ড্রেন থেকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।দেহটি বিষয় খবর চালাছে গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ তদন্ত শুরু করেছে কি কারনে মারা গিয়েছে তা নিয়ে তদন্তে নামে পুলিশ।