কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন সমূহের ডাকে আগামী ২৬ শে নভেম্বর বৃহস্পতিবার সারাদেশব্যাপী ধর্মঘট রয়েছে।আর এই সাধারণ ধর্মঘট কে সফল করতে আজ মঙ্গলবার দুপুর তিনটায় বামন গোলা বাম ও কংগ্রেসের যৌথ উদ্যোগে বনধ সমর্থনে মিছিল করা হয় পাকুয়াহাটে।আগামী বৃহস্পতিবার ২৬ তারিখ কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন সমূহের ডাকে যে দেশ জুড়ে সাধারণ ধর্মঘট রয়েছে সেই ধর্মঘট সাফল্যমন্ডিত করতে বামন গোলা বাম ও কংগ্রেসের কর্মীরা দলীয় পতাকা নিয়ে মিছিল করেন। এদিনেই মিছিলটি প্রথমে কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে শুরু হয় গোটা পাকুয়াহাট পরিক্রমা করে রবীন্দ্র মোড়ে এসে শেষ হয় । এদিন এই ধর্মঘট সফল করতে সাধারণ মানুষকে হাতে একটি করে লিফলেট তুলে দেওয়া হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন-সিপিআইএমের জেলা কমিটির এলসিএস খগেন বর্মন,আর এস পির জেলা কমিটি মেম্বার সাকিরু উদ্দিন সরকার, শহিদুর রহমান, কংগ্রেসের পক্ষ থেকে বামন গোলা ব্লকের সভাপতি হরিপদো বৈরাগী, প্রদেশ কংগ্রেস সদস্য জয়ন্ত সরকার, ব্লগ সাধারণ সম্পাদক বিশ্বনাথ রায় সহ বাম ও কংগ্রেসের কর্মীরা এ দিনের মিছিলে উপস্থিত ছিলেন।