মালদা,
লঞ্চ ডুবির ঘটনায় বুধবার দুপুরে উদ্ধার হলো একটি দেহ।
এদিন ক্রেনের মাধ্যমে একটি লরি উদ্ধার করা হয়। সেই লরির কেবিনে আটকে ছিল খালাসির মৃতদেহ।
জানা গিয়েছে, মৃত খালাসীর নাম সাইদুল সেখ (১৮)। বাড়ি ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ উদুয়া এলাকায়।
নিখোঁজ ৩ জনের মধ্যে এই প্রথম একজনের দেহ উদ্ধার করল উদ্ধারকারীরা।
মানিকচক থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
বাকিদের খোঁজেও চলছে তল্লাশি।
চলছে হাইড্রোলিক ক্রেনের মাধ্যমে লরি উদ্ধারের কাজ।