প্রদীপ গুড়িয়া,
প্রতিবেদক,
শ্যামপুরের বেলপুকুর সংলগ্ন অমরাবতি গ্রাম থেকে উদ্ধার বিশালাকার চন্দ্রবড়া সাপ।
এলাকার এক মৎস্যজীবীর ঘুনিতে আটকে পড়ে সাপটি ।
খবর পেয়ে সেখানে সত্বর পৌঁছে যান ,শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ের এন এস এস বিভাগের প্রোগ্রাম অফিসার সুশান্ত মণ্ডল ও সৈকত সুন্দর মান্না এবং সচিব শুভজিৎ ব্যানার্জি ।
তাঁদের ঐকান্তিক প্রচেষ্টায় উদ্ধার করা হয়েছে সাপটিকে । বনদপ্তরে খবর দেন তাঁরাই।
উদ্ধার হওয়া চন্দ্রবড়াটিকে বন বিভাগ কর্মীরা তাদের হেফাজতে নিয়েছে ।