উলুবেড়িয়া(বাগনান) ঃঃ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ব্যাপক মূল্যবৃদ্ধি রোধে, কালোবাজারি ও মজুমদারের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে, রেল কয়লা ব্যাংক-বীমা প্রতিরক্ষা সহ সরকারি সংস্থা গুলিকে বেসরকারিকরণ 'র প্রতিবাদে, কৃষক স্বার্থবিরোধী কৃষি বিল এবং জাতীয় শিক্ষানীতি বাতিল করতে, পরিযায়ী শ্রমিক দের কাজ অথবা ভাতা দেওয়ার সহ গুরুত্বপূর্ণ দাবিতে ১লা অক্টোবর সারা পশ্চিমবঙ্গের মতো বাগনান১ ব্লকের বিডিও অফিসে এসইউসিআই (কমিউনিস্ট) দলের উদ্যোগে ডেপুটেশন এর কর্মসূচি নেওয়া হয়।
ডেপুটেশনের আগে বাগনান স্টেশন চত্বরে সকাল দশটায় বিক্ষোভ সভা হয় । পরে বাগনান শহরে বিক্ষোভ মিছিল সংঘটিত হয়। বিডিও অফিসে ডেপুটেশনে প্রতিনিধিত্ব করেন হাওড়া গ্রামীণ জেলা সম্পাদিকা মিনতি সরকার, জেলা কমিটির সদস্য নিখিল বেরা, বাগনান লোকাল কমিটির সম্পাদিকা পম্পা সরকার ও শিক্ষক বিশ্বজিৎ সামন্ত।
বিডিও স্থানীয় সমস্যাগুলি সমাধানের সচেষ্ট হবেন আশ্বাস দেন। অন্যান্য দাবিগুলি উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর প্রতিশ্রুতি দেন।