আজ হাওড়া DM অফিসে জেলা কংগ্রেসের উদ্যোগে পঃবঙ্গ প্রদেশ কংগ্রেসর কম'সূচী "গরীব কল্যান যোজনার" আওতাইএ রাজ্যে পরিযায়ী শ্রমিকদের আথি'ক সাহাজ্য দেওয়া জন্য রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে।বাংলার 50 লাখ পরিযায়ী শ্রমিকে কেন্দ্রীর প্রকল্পের আওতায় অন্তভূক্তি করতে হবে।এবং প্রতি মাসে 7500 টাকা ভাতা দিতে হবে।এই দাবী নিয়ে হাওড়া জেলার 16 টি ব্লকে বি ডি ও অফিসে এবং হাওড়া জেলা শাসকের কাছে দাবী পত্র পেস করা হয়েছে।
জেলায় নেতৃত্বে দিয়েছেন জেলার কায'করী সভাপতি আলম দেইয়ান,পাথ'সারথী ভৌমিক,ছাত্রনেতা শাহিদ কুরেশি,দেব কমল চ্যাটাজী, মহিলা নেত্রী দীপশিখা ভৌমিক সহ অনান্য নেতৃবৃন্দ্ব।প্রতিটি ব্লকে নেতৃত্ব দেন ব্লক কংগ্রেস সভাপতি বৃন্দ।