HomeBreaking News লিলুয়া এন,এস ,রোডে রাবারের গোডাউনে আগুন Ab Banga News September 08, 2020 লিলুয়া এন,এস ,রোড রাবারের গোডাউনে সকাল ছটা নাগাদ আগুন লাগে ঘটনাস্থলে তিনটি দমকলের ইঞ্জিন । প্রায় চার ঘন্টার প্রচেষ্টার পর নিয়ন্ত্রণে আনা হয় আগুন কিন্তু এখনো আগুন কিভাবে লেগেছে সেটা জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ বেশ কয়েক লক্ষ টাকা কিন্তু প্রাথমিকভাবে জানা গেছে যে শর্ট সার্কিটের কারণেই হয়তো আগুন লাগতে পারে।