নিজস্ব প্রতিবেদক,
উলুবেড়িয়া 1নং ব্লকের হাটগাছা 2ষং গ্রাম পঞ্চায়েতের ডাহুকা য় দলীয় কার্যালয় রবীন ঘোষ ভবনে একটি অনুষ্ঠানে র মধ্যে দিয়ে এই দলবদলের প্রক্রিয়া সম্পন্ন্য হয়,
এই দলবদলের অনুষ্ঠানে নবাগতদের হাতে ফরোয়ার্ড ব্লকের দলীয় পতাকা তুলে দেন হাওড়া জেলার ফরোয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন আহমেদ,এছাড়াও উপস্থিত ছিলেন ফরোয়ার্ড ব্লকের যুব সংগঠন যুবলীগের রাজ্য কমিটির সদস্য মতিয়ার রহমান মল্লিক,ফরোয়ার্ড ব্লকের উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের সম্পাদক জমিউস সরিওত মল্লিক সহ আরো অনেকে।
এ প্রসঙ্গে ফরোয়ার্ড ব্লকের নেতারা বলেন বর্তমান ক্ষমতাসীন দলের সীমাহীন দুর্নীতি র বিরুদ্ধে প্রতিবাদ এবং কেন্দ্রীয় সরকারের সাম্প্রদায়িক ও বিভাজনের রাজনীতি র ফলে এই দলত্যাগ বলে জানান।