সুদীপ ঘোষ, ঝাড়গ্রাম:
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ডিয়ার পার্কের নাম পরিবর্তন করে 'জঙ্গলমহল জুওলজিক্যাল পার্ক' রাখেন। তার পরেই পার্কের এলাকা বেশ কিছুটা বৃদ্ধি করে নতুন পশুপাখি নিয়ে আসা হয় ।২০১৭ সালের অক্টোবর মাসে পুরুষ চিতাবাঘ 'সোহেল' ও ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে স্ত্রী চিতাবাঘ 'হর্ষিণী' কে উত্তরবঙ্গের খয়েরবাড়ি পুনর্বাসন কেন্দ্র থেকে নিয়ে আসা হয় । এবছর ১৪ এপ্রিল পার্কের এনক্লোজারএ শাবকের জন্ম দেয় হর্ষিণী । কিন্তু সদ্যজাত শাবককে খেয়ে ফেলেছে তার মা এমনটাই জানিয়েছিল পার্ক কর্তৃপক্ষ ।
এজন্য এনক্লোজারএ লাগানো হয় সিসিটিভি ক্যামেরা।গত ২ সেপ্টেম্বর আবার ২ টি পুরুষ শাবকের জন্ম দেয় হর্ষিণী । শুধু চিতাবাঘ নয় , ময়ূরের এই প্রথম বার ডিম ফুটে বাচ্চা হল।এছাড়াও নিল গাই, হরিণ সহ একাধিক পশু পাখী সন্তান প্রসব করেছে। এ সম্বন্ধে ঝাড়গ্রামের ডিএফও বাসবরাজ এস হোলেইচ্চি বলেছেন ' দুটি শাবক সুস্থ আছে।