কয়েক শ কৃষক মিছিলের শেষে কিষান মাণডির গেটে বিক্ষোভে ফেটে পড়েন । স্থানীয় কৃষক অশোক দোলুই বলেন কৃষক বিরোধী মোদীর কালো আইন যতক্ষন না বাতিল করা হবে ততক্ষন আমাদের আন্দোলন চলবে । কৃষকদের সারথে চাষিদের সঙ্গে নিয়ে এদিনের মিছিল চোখে পড়ার মত ছিল ।শ্যামপুর 2 ব্লক কংগ্রেসের সভাপতি আতিয়ার খান বলেন কেন্দ্রের মোদীর সরকার- কৃষক বিরোধী সরকার এই সরকার কে কৃষক বিরোধী কালো আইন বাতিল করতে হবে ।
ঘেরাও অভিযানে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা আবুল কালাম নাজির সাহেব ও উত্তম খামরুই- সুব্রত মণ্ডল- সমর রায় চৌধুরী- মোজাম্মেল খান প্রমুখ ।মিছিলের শেষে মোদীর কুশপুওকা বেলপুকুর বাজারে পোড়ানো হয় ।