আশা কর্মীরা করোনাভাইরাস প্রতিরোধে বর্তমানের এই ভয়ঙ্কর পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন ধরনের ডিউটি পালন করছে। এলাকায় কাজ করতে গিয়ে নানা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে, বহু জায়গায় শারীরিকভাবেও নিগৃহীত হতে হচ্ছে।
বর্তমান রুটিন মাফিক কাজ, তার সাথে প্রতিদিন কো-মর্বিডিটির তথ্য সংগ্রহ করা এবং 'কোভিড'+ চিহ্নিত করার জন্য বাড়ি বাড়ি গিয়ে লালা রস সংগ্রহ করা মত ঝুঁকিপূর্ণ কাজের জন্য আশা কর্মীরা সম্পূর্ণ নিরাপত্তাহীনতায় ভুগছে। এরই প্রতিবাদে ২রা সেপ্টেম্বর আশা কর্মীরা পশ্চিমবঙ্গ তথা হাওড়া জেলার বিভিন্ন সাব-সেন্টারে এ এন এম এর কাছে ডেপুটেশন এর কাছে ডেপুটেশন এম এর কাছে ডেপুটেশন এর কাছে ডেপুটেশন ও বিএমওএইচ কাছে ডেপুটেশনের কর্মসূচি গ্রহণ করেছে।
আশা কর্মীদের দাবি---
১) কর্মীদের উপযুক্ত সুরক্ষা ও নিরাপত্তা দিতে হবে।
২) উপযুক্ত ট্রেনিং ছাড়া এই ধরনের কাজ চাপিয়ে দেওয়া চলবে না।
৩)স্বাস্থ্য কর্মী হিসেবে উপযুক্ত পারিশ্রমিক দিতে হবে।