রবিবার রাত ২ টো নাগাদ একটি মাহিন্দ্রা গাড়ি তারাপীঠ থেকে ৮ জনকে নিয়ে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে ফিরছিল। দীর্ঘক্ষন গাড়ি চালিয়ে আসার জন্য গাড়িটি ধামসিয়ায় সাময়িক বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যে দাঁড়িয়ে ছিল। সেইসময় গাড়িটিকে পিছন থেকে একটি ট্রাক ধাক্কা মেরে পালিয়ে যায়। আর তাতেই এই দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় এখনও পর্যন্ত একজন মৃত । মৃতের নাম উত্তম কুমার দাস(৫০)।
দুর্ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যে পাঁচলা থানার পুলিশ এসে পৌঁছায় । ঘটনাস্থল থেকে পুলিশ আহতদের উদ্ধার করে উলুবেরিয়া মহাকুমা হাসপাতালে ভর্তি করে । সেখানেই ১ জন প্রাণ হারান। আহতদের চিকিৎসা করার পর তাদেরকে ছেড়ে দেয়া হয় । পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । ভোররাতে এ ঘটনা ঘটার জন্য ঘাতক লরিটি পালিয়ে যেতে সক্ষম হয়েছে ।