শ্যামসুন্দরচক,উলুবেড়িয়া,হাওড়া,
আমফান বিধ্বস্থ সেখ সবুরা বেগম এর পরিবারের করুণ ডাকে সাড়া দিয়ে গত সোমবার হ্যাক এর পক্ষ হইতে আমরা পৌঁছে গিয়েছিলাম।। পুত্র-কন্যা নিয়ে মোট ৭ জনের একটি পরিবার কোনোরকমে বেঁচে থাকার আপ্রান লড়াই চালিয়ে যাচ্ছে।।নিষ্ঠুর আমফানে একমাত্র মাটির বাড়িটি শেষ হয়ে গেছে।।
বাঁশ ও পলিথিন দিয়ে কোনো রকমে একটা মাথা গোঁজার ঠাই করে নিয়েছে।কিন্ত আশ্বর্যের বিষয় ঘুমানোর জন্য ভিজে মাটির উপর পলিথিন বিছানো তার উপর কিছু বিছানোর মত ক্ষমতা ওনাদের নাই ।।ইতিমধ্যেই একটি সন্তান হার্নিয়া রোগে ভুগছে।।
পরের দিন থেকেই আমরা একের পর এক প্রশাসনিক বিভাগে কথা বলে দ্রুত যথাপোযুক্ত ক্ষতিপূরণ সম্পর্কে কথা বলি। আশাকরি এতদিন বিলম্ব হলেও এবার তাড়াতাড়ি সমাধান হবে।
কিন্তু তাৎক্ষণিক সমাধান আজ দুটি তক্তপোশ (৪★৬)
ও একমাসের খাদ্যসামগ্রী যথা- চাল, আলু, ডাল, তেল, বিস্কুট, সাবান ও সার্ফ ইত্যাদি নিয়ে পৌঁছে গিয়েছিলাম আমরা।
যাদের একান্ত চেষ্টায় আজকের মানবিক উদ্যোগ সম্পন্ন হলঃ
#রেজাউল_করিম
#হাবিব_এহসান
#সেখ_ওবাইদুল
#মোদাস্বার_ওরসি দাদাভাই এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আজকের কৃতকর্মের সাথে জড়িত সকল ব্যক্তিকে হ্যাক ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে একরাশ ভালবাসা জানাই।