সাধারন মানুষের কাছে করোনা হলে কি করবেন, করোনা থেকে মুক্ত থাকতে গেলে বিভিন্ন জায়গায় প্রচার ও শিবির করেন, তার সাথে সাথে সচেতনতা বৃদ্ধির জন্য সাবান, মাস্ক ও লিফলেট বিলি করেন।
.বারগ্রাম,খাড়ুবেড়িয়া,ডিহি মন্ডল ঘাট এলাকায় এই কর্মসূচি পালন করেন,
মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ততা ছিল দেখার মতো। শ্যামপুর কেন্দ্রীয় চক্রের সম্পাদক সেখ আনিসুর রহমান বলেছেন- "সময়িকভাবে প্রচার একটু দেরী হলেও মানুষের মধ্যে যে স্বতঃস্ফূর্ততা দেখা গেছে তাতে আমরা অভিভূত। আমাদের এই প্রচার আগামীদিনেও চলতে থাকবে কারন সমাজের প্রতি শিক্ষকদের দায়বদ্ধতা থাকে।"
শিক্ষকদের মধ্যে উপস্হিত ছিলেন অশোক বিশ্বাস, অতনু মন্ডল, নিশিকান্ত দোলুই, অরিন্দম মন্ডল, সঞ্চয়ন কয়াল প্রমুখ।