সৌগত মন্ডল
মাড়গ্রাম-বীরভূম।
আজ রাখি বন্ধন উৎসব। আজকের দিনে সকল বোন ও দিদিরা ভাই ও দাদাদেরকে রাখি পরায় ও তাদের শুভকামনা প্রার্থনা করে ভগবানের কাছে। সারা দেশজুড়ে ও রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় রাখি বন্ধন উৎসব পালন হচ্ছে ,তেমনি এক চিত্র দেখা গেল বীরভূমের মাড়গ্রাম থানার উদ্যোগে ,মাড়গ্রাম হাতিবাঁধা মোড়ে,
এদিন পথচলতি মানুষদেরকে রাখি পরানো হয়, মাক্স বিতরণ করা হয় ও মিষ্টিমুখ করানো হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাড়গ্রাম থানার ওসি সঞ্চায়ন ব্যানার্জী, এ. এস. আই পার্থ সারথি ঘোষ, এছাড়াও সকল পুলিশ আধিকারিক গণ।