9ই আগষ্ট বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে ইন্ডিয়ান ইউনিটি সেন্টারে উদ্যোগে উলুবেড়ীয়ার গঙ্গারামপুর থেকে একটি রেলির আয়োজন করে, উক্ত রেলি পথসভা শুরু হয় ঠিক সকাল 8টা30মিনিট এবং বিরশিবপুর বোয়ালিয়া হয়ে, তা সমরুক বাজারে এসে শেষ হয় 11টা30মিনিট নাগাদ।
উক্ত সভায় উপস্থিত ছিলেন IUC এর জেনারেল সেক্রেটারি ইনজিনিয়ার কাজী কামরুজ্জামান,, তিনি বলেন আজকে আদিবাসি দের বাস্তু চুত করার চেষ্টা করছে এই বরনোবাদী সরকার, এবং SC, St, obc ও myদের মৌলিক অধিকার কেড়ে নিচ্ছে এর প্রতিবাদের জন সোচ্চার রেলি র মাধ্যমে বার্তা দিতে চাই সাধারন জনগণ কে,
আরও বক্তা গনেরা বক্তব্যে রাখেন তাদের মধ্যে উল্লেখযোগ্য আলোচনা করেন ডাঃ রোইসুদদিন তিনি এস সি এসটি ওবিসি দের পথে নামার জন্য আহবান করেন অধিকার আদায়ের লক্ষ্য।
এছাড়াও এম, এম, আবদুররহমান আবেদন রেখেছেন, যে লগডাউনের কারনে 14কোটি লোক কর্মহীন হয়ে পড়েছে, তাদের মাসিক 5000টাকার ভাতার দাবি জানিয়েছে সোস্যাল দৃষটেনস মেনেয় সমাপতি হয় উক্ত রেলির।।