।বাঁশের গান ।
বাঁশের খুঁটি , বাঁশের ঘর
বাঁশের খাটে আরাম কর্ !
বাঁশ দিয়েছে ঝুড়ি- কুলো---
কতো- কী সংসারে।
আবার বাঁশ হবে শুনলে আমার
প্যালপিটেশন বাড়ে!!
দুটো মেয়ে ছিলো যখন ,
ছিলোনা ভাবনা তখন ।
তিনটে হবার বেলা---
করি হাঁসফাঁস ।
লোকে বলে হতভাগা!
দ্যাখ্ কীরকম বাঁশ!
এই বাঁশ চিনতে হয়নি যেতে
কোনো বাঁশের ঝাড়ে।
আবার বাঁশ হবে শুনলে আমার
প্যালপিটেশন বাড়ে।।
দারোগাবাবু লোকটা সরল,
ঘুষখোর তার কনস্টেবল।
ভয় দেখিয়ে টাকা ঝাড়ে!
তার লোভ- যে বড়ো!
লোকে বলে বাঁশের থেকে---
কঞ্চিকে দ্যাখ্ দড়ো।
এই কঞ্চি চিনতে হয়নি যেতে ---
কোনো বাঁশের ঝাড়ে ।
আবার বাঁশ হবে শুনলে আমার
প্যালপিটেশন বাড়ে!!
ভোট দিলাম শ্যাম -দাদাকে ,
জিতিয়ে -ও দিলাম তাকে ।
তিনি আজ পঞ্চায়েতের---
প্রধান মহাশয় ।
চেয়ারটা -কে ভালবাসেন
আমাদের আর নয়!
এই শিক্ষা পেতে হয়নি যেতে
কারো বাঁশের ঝাড়ে ।
আবার বাঁশ হবে শুনলে আমার
প্যালপিটেশন বাড়ে !!
।।সমাপ্ত।।