সুমিত ভট্টাচার্য, হাওড়া:
আমতা দু'নম্বর ব্লকের নোয়াপাড়া গাজীপুর কুশবেড়িয়া তাজপুর এলাকায় পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের মন্দির ভিত্তি স্থাপন উপলক্ষে ভারতীয় হিন্দু সংস্কৃতির রীতিনীতি মেনে আজকের এই ঐতিহাসিক দিন পালন করে চলেছে। ১২ টা ১৫ মিনিটে প্রতিটা ঘরে ঘরে শঙ্খ ধ্বনি উলু ঘন্টা বাজিয়ে ভগবান রামচন্দ্রের আরাধনায় ব্রতহয়েছে। পাড়ায় পাড়ায় এলাকায় এলাকায় গৈরিক পতাকায় সেজে উঠেছে সমগ্র এলাকা মনে হয় গেরুয়া ময় এলাকায় পরিণত হয়েছে।