মালদা,
তাই জেলার সব স্তরের ব্যবসায়ীরা এই তিনদিন দোকানপাট খোলা রাখবে বলে সিদ্ধান্ত নিয়েছে। এই বিষয়ে জেলা ব্যবসায়ী নেতা উজ্জল সাহা জানান, সমস্ত দোকানপাট বন্ধ রেখে এই তিনদিন এসেন্সিয়াল কমিডিটির নামে মুনাফা লাভের চেষ্টা করেছিল কিছু অসাধু ব্যবসায়ী। কিন্তু তারা তা হতে দেয়নি। রুখে দাঁড়িয়েছেন। তার পাশাপাশি লকডাউন এর প্রায় ৯০ দিন এসেন্সিয়াল কমিডিটির নামে চুটিয়ে ব্যবসা করেছেন যেসকল অসাধু ব্যবসায়ী এবং মার খেয়েছেন সাধারণ ব্যবসায়ীরা তা তাদের পাশে দাঁড়িয়ে আরো একবার এর প্রতিবাদ জানান ব্যবসায়ী নেতা উজ্জল সাহা।