সৌরভ কর, দুর্গাপুর :
আজ সাংবাদিক বৈঠক এর মাধ্যমে আগামী ১৩ তারিখ দুর্গাপুর এ কালা দিবস এর ডাক দিল বিজেপি। উল্লেখ্য গত ২০১৭ সালে পৌরসভা ভোট এয়তৃনমুল অত্যাচার করে ভোট জিতেছিল বলে অভিযোগ,
তার ই প্রতিবাদে এই ঐতিহাসিক মিছিল এর ডাক দিলেন পশ্চিম বর্ধমান বিজেপি জেলা সভাপতি লক্ষণ ঘোড়ুই।
এর সাথে তিনি এও জানান যে এবছর এর মধ্যেই বিজেপির সদস্য সংখ্যা দ্বিগুন গতি তে বৃদ্ধি পাবে। এর পাশাপাশি দুর্গাপুর এর মেয়র কেও আক্রমণ করতে ছাড়েন নি তিনি। আগামী ১৩ তারিখ এই মিছিল এ রাজ্যের উচ্চ বর্গীয় নেতা রাও উপস্থিত থাকবেন বলে জানান তিনি..