নিজস্ব প্রতিবেদক, উলুবেড়িয়া,
সমস্ত বক্তাই অগ্নি যুগের বিপ্লবার্তক আন্দোলন, জীবন বলিদান ও দেশকে ভালোবাসার কথা যেমন বলেন তেমনই বর্তমান পরিস্থিতি, অতিমারী ও শিক্ষা সংস্কৃতির উপর আঘাতের কথা বিস্তারিত ভাবে বলেন। সংগীত পরিবেশন করেন পার্বতী চক্রবর্তী সহ একাধিক শিল্পী। সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠানটি পরিচালিত হয়।
উল্লেখ্য সদ্য প্রয়াত অধ্যাপক অলোক রঞ্জন সান্যালের উপর যে শ্রদ্ধা নিবেদন ও নীরবতা পালন করা হয়,উলুবেড়িয়ার স্বনামধন্য অধ্যাপক অলোক স্যান্যালের ডায়ালিসিস চলছিল কোভিডে আক্রান্ত হয়ে সঞ্জীবন হসপিটালে ভর্তি ছিলেন, আজ দাহকার্য হবে।