পূর্ব মেদিনীপুর:সৌমেন সেন
করোনার ফলে গোটা রাজ্যে লকডাউন চলছে,তাতে যানবাহন চলাচল কম হলেও পথদু্র্ঘটনা লেগেই চলেছে। পূর্ব মেদিনীপুর জেলায় কাঁথিতে থেকে মারিশদা যাওয়ার পথে ১১৬ বি নং জাতীয় সড়কে দুপুর বারোটার দিকে ভয়াবহ অটো ও লরির সংঘর্ষে মৃত ২
যাত্রী বোঝাই একটি অটো নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে সজোরে ধাক্কা মারে
স্থানীয়দের মতে, ঘটনাস্থলেই গাড়ির চালক এবং একজন যাত্রী মারা যান বলে অনুমান করছেন তারা । বাকি ছয় জন যাত্রীকে তৎক্ষণাৎ স্থানীয় লোক ও সিভিক পুলিশের সহযোগিতায় দ্রুততার সাথে কাঁথি মহকুমা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়। এই ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ ছুটে আসে মারিশদা থানা ও কাঁথি থানার পুলিশ কর্মীরা।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কে।
মারিশদা থানার পুলিশ এসে অটো টিকে উদ্ধার করে থানায় নিয়ে গেছে।